প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি মাগরিবের নামাযের পরে কুরআন তিলাওয়াত করি। প্রায় সময় দেখা যায় তিলাওয়াত করতে করতে এশার আযানের সময় হয়ে যায়। আমি তিলাওয়াতরত অবস্থায় মুয়াজ্জিন আযান দিয়ে দেয়। তো সেক্ষেত্রে আমার কী করণীয়? তিলাওয়াত অব্যহত রাখা উচিত, নাকি তিলাওয়াত বন্ধ করে আযানের জবাব দেওয়া উচিত?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
কুরআন তিলাওয়াতের সময় আযান শুনতে পেলে তিলাওয়াত বন্ধ রেখে আযানের জবাব দেওয়া উত্তম। তবে এক্ষেত্রে তিলাওয়াত অব্যাহত রাখাও জায়েয আছে।
-রদ্দুল মুহতার ১/৩৯৮; বাদায়েউস সানায়ে ১/৩৮৩; উয়ূনুল মাসয়িল, পৃ. ২২৩; আলমুহীতুর রাযাবী ১/২১৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم