প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার বিয়ের সময় শ্বশুড় বাড়ি থেকে আমাকে উপহার হিসেবে সোনার চেইন দেওয়া হয়। আমি শুনেছি পুরুষের জন্য নাকি স্বর্ণ ব্যবহার করা জায়েয নেই। দয়া করে এ ব্যাপারে সঠিক তথ্য জানাবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
পুরুষের জন্য সোনার চেন, ঘড়ি, আংটি, বোতাম, কলম ইত্যাদি ব্যবহার বৈধ নয়।
হাদিস শরিফে এসেছে,
أحل الذهب والحرير لإناث أمتي وحرم على ذكورها : قال صلى الله عليه وسلم
রাসূলুল্লাহ (সা.) বলেন- সোনা ও রেশম আমার উম্মতের মহিলাদের জন্য হালাল এবং পুরুষদের জন্য হারাম করা হয়েছে। (সুনানে নাসায়ী, হাদিস: ৫১৪৮)
অন্য এক হাদিসে এসেছে,
عن عبد الله بن عباس رضي الله عنه: أنَّ رسول الله صلى الله عليه وسلم رأى خاتماً من ذهب في يد رجل فنزعه فطرحه، وقال: يعمد أحدكم إلى جمرة من نار فيجعلها في يده، فقيل للرّجل بعد ما ذهب رسول الله صلى الله عليه وسلم: خذ خاتمك انتفع به، قال: لا والله لا آخذه أبدا، وقد طرحه رسول الله صلى الله عليه وسلم رواه مسلم.
ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত, একদা আল্লাহ্র রাসুল (সা.) এক ব্যক্তির হাতে সোনার আংটি দেখলেন। তিনি তাঁর হাত থেকে তা খুলে ছুঁড়ে ফেলে দিলেন এবং বললেন, “তোমাদের কেউ কি ইচ্ছাকৃত দোযখের আঙ্গারকে হাতে নিয়ে ব্যবহার করে?”
অতঃপর নবী (সা.) চলে গেলে লোকটিকে বলা হল, “তোমার আংটিটা কুড়িয়ে নিয়ে অন্য কাজে লাগাও”। (অথবা তা বিক্রয় করে মূল্যটা কাজে লাগাও।) জবাবে লোকটি বলল, “আল্লাহর কসম! আমি আর কখনো তা গ্রহণ করব না, যা আল্লাহর রাসূল (সা.) ছুঁড়ে ফেলে দিয়েছেন।” (সহিহ মুসলিম, হাদিস: ৫২৯৬)
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم