প্রশ্ন
আমি একবার মাইক্রোতে করে এক জায়গায় যাচ্ছিলাম। তেলাওয়াত করা অবস্থায় একটি সিজদার আয়াত একাধিকবার পড়ি। জানতে চাচ্ছি, আমার উপর কয়টি সিজদা আবশ্যক হয়েছিল?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
একই মজলিসে একটি সিজদার আয়াত বারবার পড়লে একটি সিজদাই আবশ্যক হয়। হাদিস শরিফে এসেছে-
عَنْ إبْرَاهِيمَ ؛ فِي الرَّجُلِ يَقْرَأُ السَّجْدَةَ ، ثُمَّ يُعِيدُ قِرَاءَتَهَا ، قَالاَ : تُجْزِئُهُ السَّجْدَةُ الأَولَى.
‘ইবরাহীম (রহ.)-কে জিজ্ঞাসা করা হল, সেজদার আয়াত বারবার পড়লে করণীয় কী? তিনি উত্তর দেন প্রথম সেজদাই তার জন্য যথেষ্ট হবে।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ৪২২৩]
মাইক্রো একই মজলিস হিসেবে গণ্য হবে। চাই তা চলন্ত হোক বা না হোক। কাজেই চলন্ত মাইক্রোতে একটি সিজদার আয়াত বারবার পাঠ করলে একটি সেজদাই আবশ্যক হবে।
আদ্দুররুল মুখতার ২/১১৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم