প্রশ্ন
আমাদের এলাকায় বৈধভাবে সরকারি গ্যাস লাইন নেই। তবে এলাকার নেতারা এলাকার বসবাসকারীদের যারা গ্যাস ব্যবহার করতে চায় তাদের থেকে টাকা নিয়ে অবৈধ গ্যাস সংযোগ দেয়। আমি না জেনে তা ব্যবহার করেছিলাম। জানতে চাচ্ছি, এখন তা থেকে দায়মুক্ত কিভাবে হব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিত গ্যাস সংযোগ ব্যবহার করা বৈধ নয়। এটা চুরির শামিল।
কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَلَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ
‘আর তোমরা অন্যায়ভাবে পরস্পরের মাল গ্রাস করো না।’ [সূরা বাকারা, আয়াত: ১৮৮]
হাদিস শরিফে এসেছে,
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَعَنَ اللَّهُ السَّارِقَ يَسْرِقُ الْبَيْضَةَ فَتُقْطَعُ يَدُهُ وَيَسْرِقُ الْحَبْلَ فَتُقْطَعُ يَدُهُ
‘আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সা.) বলেছেন: চোরের প্রতি আল্লাহর অভিসম্পাত, ডিম চুরি করার অপরাধে যার হাত কাটা যায় এবং রশি চুরি করার অপরাধে যার হাত কাটা যায়।’ [সুনানে ইবনে মাজাহ, হাদিস: ২৫৮৩]
এক্ষেত্রে আপনার করণীয় হল, যে কয় মাস গ্যাস ব্যবহার করেছেন সে কয় মাসের ন্যায্য বিল গ্যাস অফিসে যোগাযোগ করে বা অন্য কোনো পদ্ধতিতে সরকারি খাতে পৌঁছে দিবেন। যদি তা সম্ভব না হয়, তাহলে সমপরিমাণ টাকা গরিব-মিসকীনদের সদকা করে দিবেন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم