প্রশ্ন
জনৈক ব্যক্তি তার স্ত্রীকে মৌখিকভাবে একসাথে তিন তালাক দিয়েছিল। কিন্তু দ্বীনের বুঝ না থাকার কারণে তারা ঘর সংসার করতে থাকে। পরবর্তীতে দ্বীনের বুঝ আসার পর মাসআলা জানতে পেরে পৃথক হয়ে যায়। প্রশ্ন হল, উক্ত নারীর ইদ্দত কখন থেকে গণ্য হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যেহেতেু তালাকের পরও তারা একত্রে থেকেছে এ কারণে উক্ত নারীর পুনরায় নতুন করে ইদ্দত পালন করতে হবে। আর তার ইদ্দত হবে সর্বশেষ যেদিন সহবাস হয়েছে তার পর থেকে তিন হায়েয অথবা গর্ভবতী হলে সন্তান প্রসব পর্যন্ত। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَالْمُطَلَّقَاتُ يَتَرَبَّصْنَ بِأَنْفُسِهِنَّ ثَلَاثَةَ قُرُوءٍ
‘তালাকপ্রাপ্তা নারীরা তিন মাসিক পর্যন্ত প্রতীক্ষা করবে।’ [সূরা বাকারা, আয়াত: ২২৮]
আরেক আয়াতে ইরশাদ হয়েছে,
وَأُولَاتُ الْأَحْمَالِ أَجَلُهُنَّ أَنْ يَضَعْنَ حَمْلَهُنَّ
‘আর গর্ভধারিনীদের ইদ্দতকাল সন্তান প্রসব পর্যন্ত।’ [সূরা তালাক, আয়াত: ৪]
উল্লেখ্য, তিন তালাকের পর স্বামী স্ত্রী একত্রে বসবাস করা সম্পূর্ণ হারাম। তাদের উভয়ের উচিৎ উক্ত কারণে আল্লাহর কাছে তাওবা ইসতেগফার করা।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم