প্রশ্ন
পুরুষরা স্বর্ণের কলম দ্বারা লিখতে পারবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা জায়েয নেই। চাই তা অলংকার হিসেবে ব্যবহার করুক বা অন্য কোনো উদ্দেশ্যে। হাদিস শরিফে এসেছে,
إن نبي الله صلى الله عليه و سلم أخذ حريرا فجعله في يمينه وأخذ ذهبا فجعله في شماله ثم قال أن هذين حرام على ذكور أمتي
‘রাসূল (সা.) তার ডান হাতে রেশমি কাপড় এবং বাম হাতে স্বর্ণ নিয়ে বলেন: এ দুটি আমার উম্মতের পুরুষদের জন্য হারাম।’ [সুনানে নাসাঈ, হাদিস: ৫১৪৪]
কাজেই পুরুষরা স্বর্ণের কলম দ্বারা লিখতে পারবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم