প্রশ্ন
কুরবানীর গরু ক্রয় করার পর গাড়ি করে বাড়ি নিয়ে আসি। গাড়ি থেকে নামানোর সময় গরুটির পিছনের একটি পা ভেঙ্গে যায়। তবে গরুটি সেই পায়ে হালকা ভর দিয়ে চলতে পারে। জানতে চাচ্ছি, তা দ্বারা কুরবানী শুদ্ধ হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সুস্থ পশু দিয়ে কুরবানী করতে হয়। কোনো পশু যদি সম্পূর্ণ খোঁড়া হয় যে, ভাঙ্গা পায়ে একেবারেই ভর দেয় না তাহলে এমন পশু দ্বারা কুরবানী আদায় হবে না। হাদিস শরিফে এসেছে, বারা ইবনে আযিব (রা.) বলেন-
أَشَارَ رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ بِيَدِهِ وَيَدِي أَقْصَرُ مِنْ يَدِهِ، فَقَالَ: أَرْبَعٌ لَا يضحى بِهِنّ الْعَوْرَاءُ الْبَيِّنُ عَورُهَا، وَالْمَرِيضَةُ الْبَيِّنُ مَرَضُهَا، وَالْعَرْجَاءُ، الْبَيِّنُ ظَلَعُهَا، وَالْعَجْفَاءُ الّتِي لَا تُنْقِي
‘রাসূলুল্লাহ (সা.) হাত দিয়ে ইশারা করেছেন -আমার হাত তাঁর হাত থেকে ছোট- তিনি ইশারা করে বলছিলেন, চার ধরনের পশু দ্বারা কুরবানি করা যায় না; যে পশুর চোখের দৃষ্টিহীনতা স্পষ্ট, যে পশু অতি রুগ্ন, যে পশু সম্পূর্ণ খোঁড়া এবং যে পশু এত শীর্ণ যে, তার হাড়ে মগজ নেই।’ [সহিহ ইবনে হিব্বান, হাদিস: ৫৯১৯; জামে তিরমিযি, হাদিস: ১৪৯৭]
তবে আপনার গরু যেহেতু ভাঙ্গা পায়ে ভর দিয়ে চলতে পারে তাই তা দ্বারা কুরবানী শুদ্ধ হবে।
ফাতাওয়া কাযীখান ৩/৩৫২, ফাতাওয়া আলমগীরী ২৯৭, বাদায়েউস সানায়ে ৪/২১৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم