প্রশ্ন
গোসল ফরজ থাকা অবস্থায় তওবা করা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
তওবা করার নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে। ইমাম নববি (রহ.) বলেন,
১। পাপ কাজ সম্পূর্ণরূপে বর্জণ করতে হবে।
২। পাপ কাজে লিপ্ত হওয়ায় অনুতপ্ত ও লজ্জিত হতে হবে।
৩। ঐ পাপ কাজ আগামীতে পূণর্বার না করার দৃঢ়সংকল্প থাকতে হবে। [রিয়াজুস সালেহিন পৃ: ৩৩]
কাজেই তওবা করা জন্য পবিত্রতা শর্ত নয়। তবে পবিত্র অবস্থায় তওবা করাটাই উত্তম।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم