প্রশ্ন
যোহরের পর সূরা ফাতহ পাঠ করতে হয় কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সূরা ফাতহ একটি ফজিলতপূর্ণ সূরা। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেন,
فَقَالَ: لَقَدْ أُنْزِلَتْ عَلَيَّ اللَّيْلَةَ سُورَةٌ، لَهِيَ أَحَبُّ إِلَيَّ مِمَّا طَلَعَتْ عَلَيْهِ الشَّمْسُ ثُمَّ قَرَأَ: {إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُبِينًا}
‘আজ রাতে আমার প্রতি এমন একটি সূরাহ অবতীর্ণ হয়েছে যা আমার কাছে যার উপর সূর্য উদিত হয় তার থেকেও অধিক প্রিয়। তারপর তিনি إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُبِيْنًا পাঠ করলেন।’ [সহিহ বুখারি, হাদিস: ৪১৭৭]
তবে উক্ত কখন পাঠ করতে হবে সে সম্পর্কে হাদিসে সুস্পষ্ট করে কিছু বলা হয়নি। কাজেই যে কোনো সময় তা পাঠ করা যাবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم