প্রশ্ন
আমাদের এলাকায় বিয়ের দিন জামাইয়ের হাতে একটি সুতা পরানো হয়। জানতে চাচ্ছি, আমি কি বিয়ের দিন তা পরতে পারব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জামাইয়ের হাতে বিয়ের দিন সুতা পরানো হিন্দুয়ানী রীতি। কাজেই তা পরিধান করা যাবে না। কারণ বিধর্মীদের অনুসরণ শরিয়তের দৃষ্টিতে হারাম ও নাজায়েয। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেন,
لَيْسَ مِنَّا مَنْ تَشَبَّهَ بِغَيْرِنَا
‘বিজাতির অনুকরণকারী ব্যক্তি আমাদের দলভুক্ত নয়।’ [সুনানে তিরমিযি, হাদিস: ২৬৯৫]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم