প্রশ্ন
একটি বইয়ে পেলাম, হাদিসে এসেছে, আশুরার রোযা রাখলে ৬০ বছরের আমলের সওয়াব পাওয়া যায়। হাদিসটির রেফারেন্স জানতে চাচ্ছি।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
উক্ত বক্তব্যটি কোনো হাদিস নয়। বরং তা একটি জাল বর্ণনা। হাবীব ইবনে আবী হাবীব নামে এক ব্যক্তি তা জাল করেছে। ইবনুল জাওযী (রহ.) বলেন,
‘এটা নিঃসন্দেহে জাল বর্ণনা।’ [আলমাউযুআত ২/২০৩]
ইবনুল কায়্যিম (রহ.) বলেন,
‘এটি এবটি বাতিল ও ভিত্তিহীন বর্ণনা। এটা হাবীব ইবনে আবী হাবীব বর্ণনা করত। আর সে হাদিস জাল করত।’ [আলমানারুল মুনীফ ১/৪৭]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم