প্রশ্ন
বর্তমানে খেলোয়ারদেরকে দেখা যায়, তারা খেলায় জিতে সেজদা দিয়ে থাকে। প্রশ্ন হল, এ কাজটি কি তাদের জন্য বৈধ হচ্ছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বর্তমানে ক্রিকেট টুর্নামেন্টগুলোতে নানা ধরণের হারাম কাজের সংমিশ্রণ থাকে। তাই ফুকাহায়ে কেরামগণ সেগুলোকে হারাম বলেছেন। আর হারাম কাজে জয়ী হয়ে সেজদা করা মারাত্মক পর্যায়ের কবীরা গুনাহের অন্তর্ভুক্ত।
সুতরাং যারা এ সকল কাজে জড়িত তাদেরকে তওবা ইস্তেগফার করতে হবে।
তাফসীরে রুহুল মাআনী ১১/৬৬; ফায়জুল কাদীর ৭/৩৪১৫; তাকমিলাতু ফাতহিল মুলহিম ৪/৪৩৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم