প্রশ্ন
শবে মেরাজে পালনীয় কোনো আমল আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আল্লাহ ও তাঁর রাসূল (সা.) কর্তৃক যে সকল বিধি-বিধান আমাদেরকে দেওয়া হয়েছে সেগুলো তাঁদের বর্ণিত নিয়মেই আদায় করতে হবে। কিন্তু যেসকল বিষয়ে তাঁরা বলে যাননি, সেগুলোকে দ্বীনের অন্তর্ভুক্ত মনে করে করাই বিদআত।
সহিহ হাদিসসমূহে মেরাজ সংঘটিত হওয়ার কোনো তারিখ নির্দিষ্ট করা হয়নি। রাসূল (সা.) ও সাহাবায়ে কেরামও শবে মেরাজ নামে কোনো উৎসব উদযাপন করেননি। যদি শবে মেরাজ উদযাপন করা জরুরি হত, তাহলে রাসূল (সা.) বা সাহাবায়ে কেরাম তা অবশ্যই বলে যেতেন। সুতরাং বুঝা গেল, এটি একটি বিদআত। এ থেকে আমাদের বেঁচে থাকতে হবে।
আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন,
الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا
‘আজ আমি তোমাদের জন্য তোমাদের দীনকে পূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নিআমত সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য দীন হিসেবে পছন্দ করলাম ইসলামকে।’ [সূরা মায়িদা, আয়াত: ৩]
রাসূল (সা.) ইরশাদ করেন,
فَعَلَيْكُمْ بِسُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ تَمَسَّكُوا بِهَا وَعَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ وَإِيَّاكُمْ وَمُحْدَثَاتِ الْأُمُورِ فَإِنَّ كُلَّ بِدْعَةٍ ضَلَالَةٌ
‘তোমাদের জন্য আবশ্যক আমার ও আমার পরবর্তী হেদায়াতপ্রাপ্ত খোলাফায়ে রাশেদার সুন্নাতকে এমনভাবে আঁকড়ে ধরা যেভাবে দাঁত দিয়ে কোনো জিনিস দৃঢ়ভাবে কামড়ে ধরা হয়। আর শরিয়তে নিত্য নতুন জিনিস আবিষ্কার করা হতে বেঁচে থাক। কেননা সকল নবসৃষ্ট বস্তুই বিদআত। আর প্রত্যেক বিদআতই গোমরাহী।’ [আবু দাউদ, হাদিস: ৪৬০৭]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم