প্রশ্ন
কুরবানীর গরু কি ঈদের আগেই কিনতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
১০, ১১ ও ১২ এই তিন দিন কুরবানি করার অনুমতি শরিয়তে রয়েছে। হাদিস শরিফে এসেছে,
أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ كان يقول: الأَضْحَى يَوْمَانِ بَعْدَ يَوْمِ الأَضْحَى
‘আব্দুল্লাহ ইবনে উমর (রা.) বলতেন, ঈদের দিনের পর আরো দু’দিন কুরবানি করা যাবে।’ [মুয়াত্তা ইমাম মালেক, হাদিস: ১৩৮৮]
অন্য হাদিসে এসেছে,
عَن ابْن عَبَّاس وَابْن عمر رَضِي الله تَعَالَى عَنْهُم، قَالَا: النَّحْر ثَلَاثَة أَيَّام أَولهَا أفضلهَا
‘ইবনে আব্বাস (রা.) ও ইবনে উমর (রা.) বলতেন, কুরবানি তিনদিন পর্যন্ত করা যায়। তবে প্রথম দিন সর্বোত্তম।’ [উমদাতুল ক্বারী ২১/১৪৮]
কাজেই কুরবানীর গরু ঈদের আগেই কেনা জরুরি না। বরং উক্ত তিন দিনের যেকোনো দিন কিনে তা কুরবানী দেওয়া যাবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم