প্রশ্ন
আমি কিছুদিন পর বিয়ে করব। আমার এক বন্ধু বলল, শাওয়াল মাসে বিয়ে করা সুন্নত। জানতে চাচ্ছি, আমার বন্ধুর কথা কি সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে, রাসূল (সা.) আয়েশা (রা.)-কে শাওয়াল মাসে বিয়ে করেছিলেন এবং শাওয়াল মাসে উঠিয়ে নিয়েছিলেন। হাদিস শরিফে এসেছে,
عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: تَزَوَّجَنِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي شَوَّالٍ، وَبَنَى بِي فِي شَوَّالٍ، فَأَيُّ نِسَاءِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ أَحْظَى عِنْدَهُ مِنِّي؟، قَالَ: وَكَانَتْ عَائِشَةُ تَسْتَحِبُّ أَنْ تُدْخِلَ نِسَاءَهَا فِي شَوَّالٍ
‘আয়েশা (রা.) বলেন, রাসূল (সা.) আমাকে শাওয়াল মাসে বিবাহ করেন এবং শাওয়াল মাসে আমার সাথে প্রথম মিলিত হন। রাসূল (সা.)-এর কোন স্ত্রী তার নিকট আমার চাইতে অধিক সম্ভোগ্য ছিলেন? আয়েশা(রা.) তার বংশের মেয়েদের শাওয়াল মাসে বাসর ঘরে পাঠানো উত্তম মনে করতেন।’ [সহিহ মুসলিম, হাদিস: ১৪২৩]
এ কারণে উলামায়ে কেরাম শাওয়াল মাসে বিয়ে করাকে সুন্নত বলেছেন। আপনার বন্ধুর কথা সঠিক। আপনি শাওয়াল মাসে বিয়ে করতে পারেন।
শরহুন নববি ৯/২০৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم