প্রশ্ন
কিছুদিন আগে একটি বইয়ে পেলাম, খাদীজা (রা.)-এর কবরে মুনকার নাকীরের সওয়ালের জবাব আরশ থেকে দেওয়া হয়েছে। জানতে চাচ্ছি, উক্ত কথাটি কি সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কিছু চটি বইয়ে খাদীজা (রা.)-এর মর্যাদা বুঝানোর জন্য উক্ত ঘটনাটি বর্ণনা করা হয়ে থাকে। কিন্তু উক্ত ঘটনাটি নির্ভরযোগ্য কোনো সূত্রে বর্ণিত হয়নি। কাজেই খাদীজা (রা.)-এর মর্যাদা বণৃনা করার জন্য এ জাতীয় ভিত্তিহীন ঘটনা বর্ণনা করার কোনো প্রয়োজন নেই।
বরং তার মর্যাদা প্রকাশের জন্য অনেক সহিহ হাদিস বর্ণিত হয়েছে। হাদিস শরিফে এসেছে,
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: أَتَى جِبْرِيلُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللهِ، هَذِهِ خَدِيجَةُ قَدْ أَتَتْ، مَعَهَا إِنَاءٌ فِيهِ إِدَامٌ أَوْ طَعَامٌ أَوْ شَرَابٌ، فَإِذَا هِيَ أَتَتْكَ فَاقْرَأْ عَلَيْهَا السَّلَامَ مِنْ رَبِّهَا وَمِنِّي، وَبَشِّرْهَا بِبَيْتٍ فِي الْجَنَّةِ مِنْ قَصَبٍ لَا صَخَبَ فِيهِ وَلَا نَصَبَ
‘আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত, তিনি বলেন যে, জিব্রাঈল (আ.) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট হাযির হয়ে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! ঐ যে খাদীজা (রা.) একটি পাত্র হাতে নিয়ে আসছেন। ঐ পাত্রে তরকারী, অথবা খাদ্যদ্রব্য অথবা পানীয় ছিল। যখন তিনি পৌঁছে যাবেন তখন তাঁকে তাঁর প্রতিপালকের পক্ষ হতে এবং আমার পক্ষ থেকেও সালাম জানাবেন আর তাঁকে জান্নাতের এমন একটি ভবনের খোশ খবর দিবেন যার অভ্যন্তর ভাগ ফাঁকা-মোতি দ্বারা তৈরি করা হয়েছে। সেখানে থাকবে না কোনো প্রকার শোরগোল; কোনো প্রকার দুঃখ-ক্লেশ।’ [সহিহ বুখারি, হাদিস: ৩০২০]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم