প্রশ্ন
বর্তমানে কিছু কিছু নারী বিভিন্ন ধরনের জাঁকজকমপূর্ণ বোরকা পরিধান করে। এ ধরনের বোরকা পরার কী হুকুম ?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রথমেই বুঝে নেওয়া দরকার যে, বোরকা সৌন্দর্য প্রকাশের জন্য নয়। বরং সৌন্দর্য আবৃত রাখার জন্য। সুতরাং এমন বোরকাই পরতে হবে যা এই উদ্দেশ্য পূরণ করে।
কিন্তু আমাদের সমাজে কোনো কোনো নারী এমন জাঁকজমকপূর্ণ এবং আকর্ষণীয় প্রিন্টের বোরকা ব্যবহার করেন, যা অন্যের দৃষ্টি এবং মনোযোগ আকর্ষণ করে। এ ধরনের বোরকা পরা কিছুতেই উচিৎ নয়। বোরকা সাদাসিধা হওয়া চাই, যাতে বোরকার উদ্দেশ্য পূরণ হয়।
আল্লামা আলূসী (রহ.) বলেন-
ثم أعلم أن عندي مما يلحق بالزينة المنهي عن إبدائها ما يلبسه أكثر مترفات النساء في زماننا فوق ضيابهن ويتسترن به إذا خرجن من بيوتهن وهو غطاء منسوج من حرير ذي عدة ألوان وفيه من النقوش الذهبية أو الفضية ما يبهر العيون وأرى أن تمكين أزواجهن ونحوهم لهن من الخروج بذلك ومشيهن به بين الأجانب من قلة الغيرة وقد عمت البلوى بذلك
আমি মনে করি, কুরআন মাজীদে সৌন্দর্য প্রদর্শনকে নিষিদ্ধ করে যে বিধান দেওয়া হয়েছে এ সময়ের বিলাসী নারীদের বোরকাও তার অন্তর্ভুক্ত। তারা ঘর থেকে বের হওয়ার সময় এমন ঝলমলে রেশমের এবং স্বর্ণ-রূপার কারুকাজ করা বোরকা পরিধান করে, যা মানুষের চোখ ধাঁধিয়ে দেয়। এটা তাদের স্বামী এবং অভিভাবকদের গায়রতহীনতা যে, এভাবে তাদেরকে বাহিরে বের হওয়ার এবং পরপুরুষের সামনে হাঁটা-চলা করার সুযোগ দেয়। এটি এখন ব্যাপক আকার ধারণ করেছে।
রুহুল মাআনী ১৮/১৪৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم