প্রশ্ন
আমার বাবার ইন্তেকাল হয়ে গেছে। আমার ছোট এক ভাই এবং মা আছেন। বাবার রেখে যাওয়া কিছু জমি আছে। আমার চার ছেলে। আমি জানতে চাই, আমার ছেলেরা কি আমার বাবার জমি থেকে মিরাস পাবে? আমি কি আমার অংশ ছেড়ে দিলে বা না নিলে গুনাহগার হব? পূর্বে দুইবার আমাদের জমি বিক্রয় হয়েছে। তখন আমি কোনো টাকা নেইনি। এখন এ বিষয়ে জানালে উপকৃত হব। উল্লেখ্য, আমার স্বামী বলেছেন, আমাদের ছেলেরা নাকি আমার বাবার জমির হকদার। এটা কি সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্নোল্লিখিত সূরতে আপনার বাবার জমিতে ফারায়েজ অনুপাতে হকদার হলো আপনি এবং আপনার ভাই ও আপনার মা। আপনার ছেলেরা উক্ত জমির হকদার নয়।
তবে উক্ত জমিতে আপনার যে প্রাপ্য অংশ রয়েছে আপনার ইন্তিকালের পর আপনার ছেলেরা আপনার সূত্রে তাতে হকদার হবে।
সুতরাং আপনার স্বামীর কথা উল্লিখিত ব্যাখ্যাসাপেক্ষে হলে সঠিক। অন্যথায় সঠিক নয়।
আর যেহেতু আপনার বাবার পরিত্যক্ত জমিতে আপনার প্রাপ্য অংশটুকু আপনার জন্য শরীয়ত কর্তৃক নির্ধারিত অধিকার সেহেতু আপনি ছেড়ে দিতে চাইলে বা না নিতে চাইলে তা বাতিল হয়ে যাবে না। এজন্য আপনি যতক্ষণ পর্যন্ত তার মালিকানা বুঝে নিয়ে তাতে হস্তক্ষেপ না করবেন ততক্ষণ পর্যন্ত তাতে আপনার অধিকার আপন অবস্থায় বহাল থাকবে। হেবা করলে বা অংশ ছেড়ে দিলে তা সহীহ হবে না এবং অন্যরা তার মালিক হতে পারবে না।
তাই আপনি যদি আপনার অধিকারভুক্ত অংশ আপনার মা বা ভাইকে হেবা করতে চান তাহলে তা একমাত্র হস্তগত করার পরে করতে পারবেন। অথবা বদল এর মাধ্যমে করতে পারবেন। আর পূর্বে যে জমি বিক্রি করা হয়েছে এবং বর্তমানে যে জমি আছে সব মিলিয়ে আপনার যতটুকু অংশ হবে আপনি তা বুঝে নিবেন। তারপর আপনি চাইলে যেকোনো ভাবে ব্যবহার করতে পারবেন।
আর আপনার হেবা করা যদি নেক উদ্দেশ্যে হয় এবং এতে আপনার সংসারে কোনো সমস্যা সৃষ্টি না হয় তাহলে শরীয়তের দৃষ্টিতে তা হেবা করলে কোনো অসুবিধা নেই।
এতে আপনার কোনো গুনাহ হবে না।
সহিহ বুখারি, হাদিস: ৬৭৩২; সহিহ মুসলিম, হাদিস: ১৬১৫; আসসিরাজী ফিল মীরাস, পৃ. ৭ আল বাহরুর রায়েক ৭/২৮৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم