প্রশ্ন
জুমার নামাজের পর চার রাকাত নামাজ পড়া জরুরী না ছয় রাকাত পড়া জরুরী? কেউ কেউ বলেন ছয় রাকাত পড়তে হবে আবার কেউ বলেন বার রাকাত পড়া জরুরি। কোনটি সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
অনেক ফকীহের মতে জুমার নামাজের পর ছয় রাকাত নামাজ সুন্নত।
عن أبي عبد الرحمن السلمي قال : كان عبد الله يأمرنا أن نصلي قبل الجمعة أربعا، وبعدها أربعا، حتى جاءنا علي فأمرنا أن نصلي بعدها ركعتين ثم أربع
আবু আবদুর রহমান আসসুলামী বলেন, ‘আবদুল্লাহ (রা.) আমাদেরকে জুমার পূর্বে এবং পরে চার রাকাত নামাজ পড়তে আদেশ করতেন। কিন্তু পরবর্তীতে আলী (রা.) এসে আমাদেরকে জুমার পরে প্রথমে দুই রাকাত পড়ে এরপর চার রাকাত পড়তে আদেশ করেছেন।’ [মুসান্নাফে আবদুর রাজ্জাক, বর্ণনা: ৫৫২৫]
তবে কারও কারও মতে চার রাকাত পড়াই সুন্নত।
হাদিস শরিফে এসেছে, আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘যে ব্যক্তি জুমার নামাজ আদায় করবে সে যেন এরপর চার রাকাত আদায় করে।’ [সহিহ মুসলিম, হাদিস: ২০৭৫]
মোটকথা এটা যেহেতু সুন্নাত নামাজ তাই চার রাকাত পড়লেই যথেষ্ট হবে। তবে কেউ চাইলে আরও বেশিও পড়তে পারে।
ইলাউস হুনান ৭/১৭; ফাতাওয়া আলমগিরী ২/১১২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم