প্রশ্ন
বিভিন্ন স্থানে শাআইরুল্লাহ বলে একটা শব্দ শুনি। এটার পরিচয় কী? কাকে বলে শাআইরুল্লাহ।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
শাআইরুল্লাহ মানে আল্লাহর ইবাদতের সাথে সংশ্লিষ্ট বিশেষ স্থান ও বস্ত্ত। এগুলোকে সম্মান করা তাকওয়া ও খোদাভীতির অংশ। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-
وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ
‘আর কেউ আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করলে এ তো তার হৃদয়ের তাকওয়া-সঞ্জাত।’-সূরা হজ্ব, আয়াত৩২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم