প্রশ্ন
ঈদের নামাজে খুতবার সময় ইমাম যখন তাকবীর বলেন তখন তার সাথে কি আমরাও তাকবীর বলতে পারব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, সে সময় খুতবা শুনতে হবে। ইমামের সাথে তাকবীর বলা যাবে না। হাদিস শরিফে এসেছে-
عن ابن جريج قال : قلت لعطاء : أيذكر الله الانسان والامام يخطب يوم عرفة أو يوم الفطر وهو يعقل قول الامام ؟ قال : لا ، كل عيد فلا يتكلم فيه
ইবনে জুরাইজ (রা.) থেকে বর্ণিত একটি রেওয়ায়েতে আছে, তিনি বলেন, আমি আতা (রহ.) কে জিজ্ঞাসা করলাম, আরাফার দিন অথবা ঈদুল ফিতরের দিন ইমাম যখন খুতবা দেয় তখন কি লোকেরা আল্লাহ তাআলার জিকির করতে পারবে অথচ সে খুতবা শুনতে পারছে? তিনি বললেন, না। কোন ঈদেই (খুতবা চলাকালীন) কথা বলবে না। [মুসান্নাফে আবদুর রাযযাক, হাদিস: ৫৬৪০]
আদ্দুররুল মুখতার ২/১৫৯; আলমুহীতুল বুরহানী ২/৪৮৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم