প্রশ্ন
আমি একবার নামাজের মধ্যে সূরা ফাতেহা পড়ে চিন্তা করছিলাম, কোন সূরা পড়বো। ভাবতে ভাবতে কিছুটা দেরি হয়ে যায়। জানতে চাই, আমার উপর কি সেজদায়ে সাহু ওয়াজিব হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আপনি যদি তিন তাসবিহ পরিমাণ চুপ থেকে এরপর অন্য সূরা মিলিয়ে থাকেন তাহলে আপনার উপর সেজদায়ে সাহু ওয়াজিব হয়েছে।
হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন,
‘ভুলের জন্য সালামের পর দুইটি সেজদা রয়েছে।’ [আবু দাউদ, হাদিস: ১০২২]
যদি পূর্বে সেজদায়ে সাহু আদায় না করে থাকেন তাহলে ঐ নামাযটি আপনার পুনরায় পড়ে নিতে হবে।
ফাতাওয়া খানিয়া ১/১২২; খুলাসাতুল ফাতাওয়া ১/১৭৩; ফাতাওয়া হিন্দিয়া ১/১৩১; বাদায়েউস সানায়ে ১/৪০২; শরহুল মুনইয়াহ পৃ. ৪৬৫; আলমুহীতুল বুরহানী ২/৩৩৯; ফাতাওয়া তাতারখানিয়া ১/৭৪৭; আদ্দুররুল মুখতার ২/৯৩ ও ১/৪৫৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم