প্রশ্ন
আমি তাওয়াফে বিদায় করতে ভুলে গিয়েছি। এবং তাওয়াফে বিদায় না করেই দেশে চলে এসেছি। এখন আমার করণীয় কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আপনি যদি তাওয়াফে যিয়ারতের পর কোন নফল তাওয়াফ করে থাকেন তাহলে এখন আর কিছু করা লাগবে না। ঐ নফল তাওয়াফটিই তাওয়াফে যিয়ারত হিসেবে ধর্তব্য হবে। আর যদি তা না করে থাকেন তাহলে কখনো মক্কায় গিয়ে ঐ তাওয়াফটি করে আসবেন। যদি কোনভাবেই তা সম্ভব না হয় তাহলে হেরেম এলাকায় একটি দম কুরবানি দিতে হবে।
আলমুহীতুল বুরহানী ৩/৪৫৪-৪৫৫; বাদায়েউস সানায়ে ২/৩৩৪; আলবাহরুর রায়েক ২/৩৫১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم