প্রশ্ন
আমাদের এলাকার এক লোকের কবর খুঁড়তে গিয়ে আগের কিছু হাঁড়া পাওয়া গিয়েছে। এখন সেগুলো কী করবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কবর খুঁড়তে গিয়ে পুরাতন হাঁড় পেলে হাঁড়গুলোকে কবরের এক পাশে রেখে দিবে অথবা উঠিয়ে অন্য কোথাও দাফন করে দিবে।
তাবয়ীনুল হাকায়েক ১/৫৮৯; আলবাহরুর রায়েক ২/১৯৫; ফাতাওয়া হিন্দিয়া ১/১৬৭; আদ্দুররুল মুখতার ২/২৩৮; ফাতহুল কাদীর ২/১০২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم