প্রশ্ন
এক মহিলাকে তালাক দেওয়ার পর সে অন্য জায়গায় বিবাহ করেছে। তার সন্তানকে রেখে গিয়েছে। এখন এই সন্তানের লালন-পালনের হকদার হবে কে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
অন্যত্র বিয়ে করার কারণে সন্তান পালনের হক মায়ের জন্য শেষ হয়ে গিয়েছে। এখন তার লালনপালনের হকদার হবে ক্রমান্বয়ে ১. নানী ২. দাদী ৩. বোন ৪. খালা ও ৫. ফুফু।
তারা কেউ না থাকলে বা না নিতে চাইলে পিতা নিয়ে যেতে পারবে। তবে সর্বাবস্থায় খরচ পিতাকে বহন করতে হবে।
সুনানে আবু দাউদ ৩/১১০; তাবয়ীনুল হাকায়েক ৩/২৯১; আলবাহরুর রায়েক ৪/১৬৮; আদ্দুররুল মুখতার ৩/৫৬২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم