প্রশ্ন
কেউ যদি শখ করে শরীরে উল্কি আঁকতে চায় তাহলে সেটা জায়েয হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
উল্কি আঁকা জায়েয নয়। হাদিস শরিফে এ কাজের জন্য অভিশাপ দেওয়া হয়েছে। হাদিস শরিফে এসেছে ,
عن عبدالله قال: لعن الله الواشمات والمستوشمات والنامصات والمتنمصات والمتفلجات للحسن المغيرات خلق الله.
সৌন্দর্য বৃদ্ধিকল্পে যে নারী উল্কি উৎকীর্ণ করে ও করায়,যে নারী ভ্রূ উপড়ায় ও উপড়াতে বলে এবং যে নারী দাঁত কেটে সরু করে দাঁতের মাঝখানে ফাঁক বানায় । যে কাজগুলো দ্বারা আল্লাহর সৃষ্টির মাঝে পরিবর্তন সাধিত হয়, এদের উপর আল্লাহ অভিশাপ বর্ষণ করেন। [সহিহ মুসলিম, হাদিস: ৫৬৯৫]
তাই এ কাজ থেকে বিরত থাকতে হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم