প্রশ্ন
শুনেছি তাওয়াফের পর দুই রাকাত নামাজ পড়তে হয়। জানতে চাই, এ নামাজ কি নফল না ওয়াজিব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যে কোনো তাওয়াফের পর দুই রাকাত নামাজ পড়তে হয়। ফরজ তাওয়াফের পরও এই নামাজ পড়তে হয়। আবার নফল তাওয়াফের পরও এই দুই রাকাত নামাজ পড়তে হয়।আর এ দুই রাকাত নামাজ পড়া ওয়াজিব।
উল্লেখ্য, এই দুই রাকাত নামাজ তাওয়াফের পরপরই পড়া উত্তম। কোনো ওজর ছাড়া দেরি করা মাকরুহ।
হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) বলেন, ‘রাসূলুল্লাহ (সা.) যখন মক্কায় এলেন তখন বাইতুল্লাহর চারপাশে সাত বার তাওয়াফ করলেন। তাওয়াফ শেষে মাকামে ইবরাহীমের পেছনে দুই রাকাত নামায পড়লেন। এরপর সাফা-মারওয়ার দিকে গেলেন।’ [সহীহ বুখারী ১/২২০]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم