প্রশ্ন
কেউ বলেন, মূসা (আ.) আমাদের নবির উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে আবদার করেছিলেন। কিন্তু সেটা কবুল হয়নি। এ কথা কি ঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
উপরিউক্ত কথাটি বেশ প্রসিদ্ধি পেলেও হাদিস বিশারদদের মতে এটি একটি বানোয়াট কথা। এটি একটি জাল হাদিস। তাই এ ধরনের কথা বলা থেকে বিরত থাকা জরুরি।
মীযানুল ইতিদাল ২/১৫২; লিসানুল মীযান ৩/৪৪; তানযীহুশ শরীয়াতিল মারফুআহ ১/২৪৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم