প্রশ্ন
কারও যদি সৎ পুত্র থাকে তাহলে কি সে মিরাস পাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
না, সৎ পুত্র মিরাস লাভ করবে না। সে তার আপনজন থেকে মিরাস লাভ করবে। সৎ পুত্রের সাথে তো সৎ বাবা-মায়ের মিরাস প্রাপ্তির কোন সম্পর্ক নেই।
আদ্দুররুল মুখতার ৬/৭৬২; ফাতাওয়া তাতারখানিয়া ২০/২১৬; আননুতাফ ফিলফাতাওয়া ৫১০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم