প্রশ্ন
আমার এক বন্ধু বলল, উমর (রা.) জনৈক ইয়াহূদীর জন্য ভাতা নির্ধারণ করেছেন। জানতে চাই, উমর (রা.) কেন ভাতা নির্ধারণ করেছেন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
ইয়াহূদীর দারিদ্র্যের কারণে উমর (রা.) তার জন্য ভাতা নির্ধারণ করেছিলেন। হাদিস শরিফে এসেছে-
একবার উমর (রা.) এক ইহুদি বৃদ্ধকে দেখলেন মসজিদের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে বেড়াতে। তখন তিনি ইহুদিকে লক্ষ্য করে বললেন,
مَا أَنْصَفْنَاكَ إِنْ كُنَّا أَخَذْنَا مِنْكَ الْجِزْيَةَ فِي شَبِيبَتِكَ، ثُمَّ ضَيَّعْنَاكَ فِي كِبَرِكَ. قَالَ: ثُمَّ أَجْرَى عَلَيْهِ مِنْ بَيْتِ الْمَالِ مَا يُصْلِحُهُ
আমরা তোমার ওপর ইনসাফ করতে পারিনি যদি তোমার যৌবনে আমরা তোমার নিকট থেকে জিয্য়া গ্রহণ করে থাকি আর তোমার বার্ধক্যে তোমাকে ধ্বংসের মুখে ঠেলে দেই। এরপর তিনি তার জন্যে বায়তুল মাল থেকে প্রয়োজনীয় ভাতার ব্যবস্থা করে দেন। [কিতাবুল আমওয়াল, ইবনে যানজূয়াহ্, ১/১৪৩, হাদিস: ১৭৯]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم