প্রশ্ন
আমার মাথার চুল সব পড়ে যাচ্ছে। জানতে চাচ্ছি, আমি কি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
স্বাভাবিক অবস্থায় সৌন্দর্য বর্ধনের জন্য হেয়ার ট্রান্সপ্লান্ট করা বৈধ নয়। হাদিস শরিফে এসেছে,
عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قَالَ لَعَنَ اللَّهُ الْوَاصِلَةَ وَالْمُسْتَوْصِلَةَ، وَالْوَاشِمَةَ وَالْمُسْتَوْشِمَةَ
‘আবু হুরায়রা (রা.) সূত্রে রাসূল (সা.) হতে বর্ণিত। আল্লাহ তাআলা লানত করেন সে সব নারীদেরকে যারা নিজে পরচুলা লাগায় এবং যারা অন্যদেরকে তা লাগিয়ে দেয়, যারা অঙ্গ-প্রত্যঙ্গে উল্কি আঁকে এবং অন্যকে করিয়ে দেয়।’ [সহিহ বুখারি, হাদিস: ৫৯৩৩]
তবে কোনো অসুসস্থতা বা ওযরের কারণে যদি হেয়ার ট্রান্সপ্লান্ট করার প্রয়োজন পড়ে তাহলে উলামায়ে কেরাম তাকে বৈধ বলেন। হাদিস শরিফে এসেছে,
عَنْ عَرْفَجَةَ بْنِ أَسْعَدَ بْنِ كُرَيْبٍ قَالَ وَكَانَ جَدُّهُ قَالَ حَدَّثَنِي أَنَّهُ رَأَى جَدَّهُ أُصِيبَ أَنْفُهُ يَوْمَ الْكُلَابِ فِي الْجَاهِلِيَّةِ قَالَ فَاتَّخَذَ أَنْفًا مِنْ فِضَّةٍ فَأَنْتَنَ عَلَيْهِ فَأَمَرَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَتَّخِذَهُ مِنْ ذَهَبٍ
‘আরফাজাহ ইবন আসআদ (রা.) থেকে বর্ণিত। জাহিলী যুগে কুলাব যুদ্ধে তার নাক যখম হয়ে যায়। তখন তিনি রূপার নাক বানিয়ে নেন। কিন্তু তাতে তার নাকে পচন ধরে। ফলে রাসূলুল্লাহ (সা.) তাকে সোনার নাক বানিয়ে নিতে বলেন।’ [সুনানে নাসাঈ, হাদিস: ৫১৬১]
এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন, হেয়ার ট্রান্সপ্লান্টে মানুষের চুল বা শুকরের চুল ব্যবহার না করা হয়। বরং এই দুই ধরণের চুল ছাড়া অন্য প্রাণির চুল ব্যবহার করতে হবে।
তাকমিলাতু ফাতহিল মুলহিম ৪/১১৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم