প্রশ্ন
গরুর মগজ খেতে শরিয়তের দৃষ্টিতে কোনো সমস্যা আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যে সকল পশুর মাংস হালাল, সেগুলোর দেহের ৭টি অংশ খাওয়া বৈধ নয়। যথা:
১. প্রবাহমান রক্ত। ২. পুং লিঙ্গ। ৩. অণ্ডকোষ। ৪. স্ত্রী লিঙ্গ। ৫. মূত্রথলি। ৬. পিত্ত ও ৮. মাংসগ্রন্থি, যা চামড়া ও মাংসে জমাট বেঁধে থাকে।
এছাড়া অন্য যেকোনো জিনিস খাওয়া যাবে। কাজেই গরুর মগজ খেতে কোনো সমস্যা নেই।
সূরা আরাফ, আয়াত: ১৫৭; বাদায়েউস সানায়ে ৫/৬১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم