প্রশ্ন
কোনো ব্যক্তি যদি তার জীবদ্দশায় তার ছেলে মেয়েকে সম্পদ লিখে দিতে চায় তাহলে সমান সমান দিতে হবে কি? নাকি কম বেশি করা যাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ব্যক্তি তার জীবদ্দশায় তার সম্পত্তি যাকে ইচ্ছা তাকেই লিখে দিতে পারে। শরিয়তে এ ব্যাপারে কোনো বিধি নিষেধ নেই। তাফসীরে বায়যাবী এসেছে,
والمالك هو المتصرف في الأعيان المملوكة كيف يشاء من الملك
‘মালিক তার সম্পত্তিতে যেভাবে ইচ্ছা হস্তক্ষেপ করতে পারবে।’ [তাফসীরে বায়যাবী ১/২৮]
এক্ষেত্রে ব্যক্তি স্বাধীন। সে ইচ্ছা করলে ছেলে মেয়েকে সমান সমান দিতে পারে। আবার কম বেশি করেও দিতে পারে। তবে উত্তম হল, প্রত্যেককেই এতটুকু সম্পদ লিখে দেওয়া যেন কেউ ক্ষতির সম্মুখীন না হয়।
রদ্দুল মুহতার ১২/৬০৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم