প্রশ্ন
খুলআ خلع তালাক সম্পর্কে জানতে চাই।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
তালাক হচ্ছে স্বামীর অধিকার। ইসলামের দৃষ্টিতে স্ত্রীর তালাক দেয়ার কোনো অধিকার নেই।
তবে স্ত্রী যদি বৈধ কোনো কারণে বিবাহ বিচ্ছেদ ঘটাতে চায়, তাহলে স্বামীকে নির্দিষ্ট কিছু টাকা দেয়ার বিনিময়ে স্বামী কতৃক তালাক গ্রহণ পারে।
এর পদ্ধতি হচ্ছে:
স্বামী বিনিময় গ্রহণ করে স্ত্রীকে বলবে: আমি তোমাকে বিচ্ছিন্ন করে দিলাম কিংবা আমি তোমাকে খুলা তালাক দিলাম, কিংবা এ জাতীয় অন্য কোনো শব্দ।
উক্ত বিনিময়টি স্ত্রীকে প্রদত্ত মোহরানার সমপরিমাণ কিংবা এর চেয়ে কম বেশি হতে পারে। এক্ষত্রে উভয়ে যে কোনো পরিমাণ সম্পদের উপর একমত হতে পারে।
পবিত্র কুরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
فَإِنْ خِفْتُمْ أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا فِيمَا افْتَدَتْ بِهِ
অর্থ: ‘সুতরাং তোমরা যদি আশঙ্কা কর যে, তারা আল্লাহর সীমারেখা কায়েম রাখতে পারবে না তাহলে স্ত্রী যা দিয়ে নিযেকে মুক্ত করে নেবে তাতে কোন সমস্যা নেই।’ [ সূরা আল বাকারা, ২২৯]
হাদিস শরিফে এসেছে,
‘সাবেত বিন কাইস বিন শাম্মাস এর স্ত্রী নবী (সা.) এর কাছে এসে বললেন: ইয়া রাসূলাল্লাহ্! আমি সাবেত বিন কাইসের উপর চারিত্রিক বা দ্বীনদারির কোনো দোষ দিব না। কিন্তু, আমি মুসলিম হয়ে কুফরিতে লিপ্ত হতে অপছন্দ করি। তখন নবী (সা.) বললেন: তুমি কি তার বাগানটি ফিরিয়ে দিবে? সাবেত মোহরানা হিসেবে তাকে বাগান দিয়েছিল। সে বলল: জ্বি। তখন নবী (সা.) বললেন: বাগানটি গ্রহণ করে তাকে বিচ্ছিন্ন করে দাও।’ [সহিহ বুখারি, হাদিস: ৫২৭৩]
এ হাদিস থেকে বোঝা যায় যে, খুলার ক্ষেত্রে স্বামীর জন্য স্ত্রীর থেকে মোহরের অতিরিক্ত সম্পদ দাবি করা সঠিক হবে না। একই সাথে সাধারণ কোনো কারণে স্ত্রীর জন্য স্বামী থেকে খুলা তালাক চাওয়াও সঠিক হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم