প্রশ্ন
কোনো কারণে যদি যোহরের পূর্বে ৪ রাকাত সুন্নাত পড়া সম্ভব না হয়, তাহলে ফরজ নামাজ আদায় করার পর কি সে সুন্নাত পড়া যাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, কোনো কারণে যোহরের পূর্বের ৪ রাকাত সুন্নাত ছুটে গেলে যোহরের পর তা আদায় করা যাবে। এক্ষেত্রে প্রথমে যোহর পরবর্তী ২ রাকাত সুন্নাত আদায় করবে। এরপর ছুটে যাওয়া পূর্বের ৪ রাকাত সুন্নাত আদায় করবে।
হাদিস শরিফে এসেছে,
আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন,
‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যোহরের পূর্বের চার রাকাত (কখনো) ছুটে গেলে তিনি তা যোহরের (ফরয) পরবর্তী দুই রাকাতের পর আদায় করতেন।’ [সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১১৫৮; জামে তিরমিযি, হাদিস : ৪২৬]
ফাতহুল কাদীর ১/৪১৫; রদ্দুল মুহতার ২/৫৯; মাআরিফুস সুনান ৪/১০৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم