প্রশ্ন
সহবাস হওয়ার আগেই যদি কোনো নারীর স্বামী মারা যায় তাহলে উক্ত নারী তার স্বামীর মিরাস পাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জ্বি, সহবাসের আগেও যদি স্বামী মারা যায় তাহলে স্ত্রী তারা মিরাস লাভ করবে। হাদিস শরিফে এসেছে,
عَنِ ابْنِ جُرَيْجٍ قَالَ: سَمِعْتُ عَطَاءً يَقُولُ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ يُسْأَلُ عَنِ الْمَرْأَةِ يَمُوتُ زَوْجُهَا وَقَدْ فَرَضَ لَهَا صَدَاقًا قَالَ: لَهَا صَدَاقُهَا، وَلَهَا الْمِيرَاثُ
‘ইবনে জুরাইজ (রহ.) থেকে বর্ণিত, তিনি আতা (রহ.)-কে বলতে শুনেছেন যে, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.)-কে এক নারী সম্পর্কে জিজ্ঞাসা করা হল যার স্বামী মারা গিয়েছে এবং তার জন্য মোহর নির্ধারন করা হয়েছে। তিনি বললেন, সে নারী মোহর পাবে। মিরাসও পাবে।’ [মুসান্নাফে আব্দুর রাযযাক, হাদিস: ১০৮৯৭]
আলবাহরুর রায়েক ৩/১৪২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم