প্রশ্ন
কোন কোন সময় স্ত্রী সহবাস নিষিদ্ধ?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নিম্নে সহবাসের নিষিদ্ধ সময় উল্লেখ করা হল,
১. স্ত্রীর হায়েজ নেফাস চলাকালে। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
‘আর তারা তোমাকে হায়েজ সম্পর্কে প্রশ্ন করে। বল, তা কষ্ট। সুতরাং তোমরা হায়েজকালে স্ত্রীদের থেকে দূরে থাক এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হয়ো না। অতঃপর যখন তারা পবিত্র হবে তখন তাদের নিকট আস, যেভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন।’ [সূরা বাকারা, আয়াত: ২২২]
২. রমজানের দিনের বেলা। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
‘তোমাদের জন্য রমযানের রাতে তোমাদের বিবিগণের নিকট গমন করা জায়িয করা হয়েছে, তারা তোমাদের আচ্ছাদন আর তোমরা তাদের আচ্ছাদন। আল্লাহ জানতেন যে, তোমরা নিজেদের সঙ্গে প্রতারণা করছিলে। সুতরাং তিনি তোমাদেরকে ক্ষমা করলেন এবং তোমাদের অব্যাহতি দিলেন। অতএব, এখন থেকে তোমরা তাদের সঙ্গে সহবাস করতে পার এবং আল্লাহ তোমাদের জন্য যা কিছু বিধিবদ্ধ করেছেন তা লাভ কর এবং তোমরা আহার ও পান করতে থাক যে পর্যন্ত তোমাদের জন্য কালো রেখা হতে ঊষাকালের সাদা রেখা প্রকাশ না পায়। তৎপর রাতের আগমন পর্যন্ত রোযা পূর্ণ কর।’ [সূরা বাকারা, আয়াত: ১৮৭]
৩. হজ্ব ও উমরার ইহরাম অবস্থায়। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
‘হজ্ব হয় কয়েকটি নির্দিষ্ট মাসে, অতঃপর এ মাসগুলোতে যে কেউ হজ্ব করার মনস্থ করবে, তার জন্য হজ্বের মধ্যে স্ত্রী সম্ভোগ, অন্যায় আচরণ ও ঝগড়া-বিবাদ বৈধ নয়।’ [সূরা বাকারা, আয়াত: ১৯৭]
এছাড়া অন্য যেকোনো সময় স্ত্রী সহবাস করা যাবে। শরিয়তের দৃষ্টিতে এতে কোনো সমস্যা নেই।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم