প্রশ্ন
আমি বিভিন্ন বইয়ে পড়েছি যে, জিকিরের অনেক ফজিলত রয়েছে। এ কারণে সবসময় জিকিরের সাথে থাকার চেষ্টা করি। আমার বাসায় টিভি আছে। আমি জানতে চাচ্ছি, টিভি দেখা অবস্থায় জিকির করা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কুরআন মাজিদের একাধিক আয়াতে জিকিরের গুরুত্ব ও ফজিলতের কথা বর্ণিত হয়েছে। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
‘যারা ঈমান আনে এবং আল্লাহর স্বরণে যাদের অন্তর প্রশান্ত হয়, জেনে রাখ আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়।’ [সূরা রা’দ, আয়াত: ২৮]
অন্য আয়াতে ইরশাদ হয়েছে,
‘আল্লাহর অধিক জিকিরকারী পুরুষ ও জিকিরকারী নারী, তাদের জন্য আল্লাহর প্রস্ত্তত রেখেছেন ক্ষমা ও মহাপুরস্কার।’ [সূরা আহযাব, আয়াত: ৩৫]
কাজেই সর্বদা জিকিরের সাথে অবশ্যই প্রশংসনীয় একটি বিষয়। অপরদিকে টিভিতে অনেক হারাম বিষয় প্রদর্শিত হয়ে থাকে। আর হারাম বিষয় চলাকালে আল্লাহর নাম উচ্চারণ করা হারাম ও কবীরা গুনাহ। কারণ এতে আল্লাহর নামের অসম্মান হয়।
সুতরাং টিভি দেখা অবস্থায় জিকির করা বৈধ হবে না।
উল্লেখ্য, সাধারণত টিভিতে নাজায়েয বিষয়ই বেশি প্রদর্শিত হয় তাই একজন মুসলমান হিসেবে টিভি দেখা থেকে বিরত থাকা জরুরি।
ফাতওয়া হিন্দিয়া ৫/৩১৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم