প্রশ্ন
আমার নানা তার এক দূর সম্পর্কের আত্মীয়ের জন্য ওসিয়ত করেছিলেন। কিন্তু ঘটনাক্রমে নানার পূর্বেই ঐ ব্যক্তি মারা যায়। কিছু দিন পর আমার নানাও মারা যায়। এখন কি আমাদেরকে আমার নানার ওসিয়ত পূর্ণ করতে হবে? ঐ ব্যক্তির ওয়ারিশদেরকে কি ওসিয়ত বুঝিয়ে দিতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ওসিয়ত সহিহ হওয়ার জন্য শর্ত হল, ওসিয়তকারীর মৃত্যুর সময় যার জন্য ওসিয়ত করা হয়েছে সে জীবিত থাকা।
প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু আপনার নানার পূর্বেই ঐ ব্যক্তি মারা গিয়েছে তাই নানার মৃত্যুর পর আর তার ওসিয়ত কার্যকর করতে হবে না।
আলবাহরুর রায়েক ৮/৪৫৩; তাবয়ীনুল হাকায়েক ৭/৪১৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم