প্রশ্ন
এক ব্যক্তি সন্তান না হওয়ায় একটি ছেলেকে দত্তক নেয়। এই ব্যক্তিটি যদি মারা যায় তাহলে সেই পালকপুত্রটি কি তার কাছ থেকে মীরাস পাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইসলামে পালকপুত্র আপন পুত্রের মতো নয়। তাই তার সাথে ওয়ারিশের সম্পর্ক স্থাপিত হয় না।
এ কারণে লোকটি মারা গেলে তার পালকপুত্র তার থেকে কোন মীরাস পাবে না।
তদ্রূপ সেই ছেলেটি মারা গেলেও তার থেকে উক্ত ব্যক্তি মীরাসের হকদার হবে না।
ফাতাওয়া হিন্দিয়া ৬/৪৪৭; আদ্দুররুল মুখতার ৬/৭৬২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم