প্রশ্ন
আমাদের এলাকায় এক ব্যক্তি খুব অসুস্থ। তিনি তার চিকিৎসা ব্যয় বহন করতে পারছেন না। জানতে চাচ্ছি, তার চিকিৎসা ব্যয় বহনের জন্য যাকাত দেওয়া যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
উক্ত অসুস্থ ব্যক্তি যদি যাকাত গ্রহণের উপযুক্ত হয়ে থাকেন তাহলে তাকে যাকাত দেওয়া যাবে। কুরআন মাজিদে এসেছে,
إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللَّهِ وَابْنِ السَّبِيلِ فَرِيضَةً مِنَ اللَّهِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ
‘নিশ্চয় সদাকা হচ্ছে ফকীর ও মিসকীনদের জন্য এবং এতে নিয়োজিত কর্মচারীদের জন্য, আর যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য; (তা বণ্টন করা যায়) দাস আযাদ করার ক্ষেত্রে, ঋণগ্রস্তদের মধ্যে, আল্লাহর রাস্তায় এবং মুসাফিরদের মধ্যে। এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আর আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়।’ [সূরা তওবা, আয়াত: ৬০]
তবে মনে রাখতে হবে, যাকাত আদায় হওয়ার জন্য উক্ত ব্যক্তিকে যাকাতের টাকার মালিক বানিয়ে দিতে হবে। মালিক না বানিয়ে আপনি যদি নিজে তার চিকিৎসার খরচ আদায় করে দেন তাহলে আপনার যাকাত আদায় হবে না।
মুসান্নাফে আব্দুর রাযযাক, হাদিস: ১৬৫৯১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم