প্রশ্ন
আমার স্বামী শারীরিক মিলনে অক্ষম। আমি কি তার কাছে তালাক চাইতে পারব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
স্বাভাবিক অবস্থায় স্ত্রীর জন্য স্বামীর কাছে তালাক চাওয়া নিষেধ। হাদিসে এ ব্যাপারে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। হাদিস শরিফে এসেছে,
عن ثوبان رضى الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أيما امرأة سألت زوجها طلاقا فى غير مابأس فحرام عليها رائحة الجنة
‘সাউবান (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সা.) ইরশাদ করেছেন, যে মহিলা অহেতুক স্বামীর কাছে তালাক চায় তার জন্য জান্নাতের সুঘ্রাণ হারাম হয়ে যায়।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ২২২৬]
তবে শারীরিক মিলন স্ত্রীর অন্যতম হক। স্বামী যদি শারীরিক মিলনে অক্ষম হয় এবং তার ভালো হওয়ার আর কোনো সম্ভাবনা না থাকে তাহলে স্ত্রী তার স্বামীর কাছে তালাক চাইতে পারবে। এক্ষেতত্রে স্বামীর জন্য উচিৎ স্ত্রীকে তালাক দিয়ে তাকে মুক্ত করে দেওয়া। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَإِنِ امْرَأَةٌ خَافَتْ مِنْ بَعْلِهَا نُشُوزًا أَوْ إِعْرَاضًا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَنْ يُصْلِحَا بَيْنَهُمَا صُلْحًا وَالصُّلْحُ خَيْرٌ وَأُحْضِرَتِ الْأَنْفُسُ الشُّحَّ وَإِنْ تُحْسِنُوا وَتَتَّقُوا فَإِنَّ اللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا
‘যদি কোনো নারী তার স্বামীর পক্ষ থেকে কোনো দুর্ব্যবহার কিংবা উপেক্ষার আশঙ্কা করে, তাহলে তারা উভয়ে কোনো মীমাংসা করলে তাদের কোনো অপরাধ নেই। আর মীমাংসা কল্যাণকর এবং মানুষের মধ্যে কৃপণতা বিদ্যমান রয়েছে। আর যদি তোমরা সৎকর্ম কর এবং তাকওয়া অবলম্বন কর তবে আল্লাহ তোমরা যা কর সে বিষয়ে সম্যক অবগত।’ [সূরা নিসা, আয়াত: ১২৮]
সুতরাং আপনার স্বামী যদি প্রকৃতপক্ষেই অক্ষম হয়ে থাকেন এবং ভবিষ্যতে ভালো হওয়ার কোনো সম্ভাবনা না থাকে তাহলে আপনি তার কাছে তালাক চাইতে পারেন। তিনি তালাক দিতে সম্মত না হলে আপনি আদালতের শরানপন্ন হতে পারবেন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم