প্রশ্ন
একটি বিশেষ উপলক্ষ্যে আমার বড় ভাই আমাকে একটি হোন্ডা গিফট করেন। কিছুদিন পর কোনো একটি বিষয়ে তার সাথে আমার ঝগড়া হয়। এরপর তিনি আমাকে তার দেওয়া হোন্ডা তাকে ফিরিয়ে দিতে বলেন। আমি জানতে চাচ্ছি, তার দেওয়া সেই হোন্ডা তাকে ফিরিয়ে দেওয়া কি আমার জন্য আবশ্যক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কাউকে গিফট দেওয়ার পর গিফটদাতা স্বাভাবিকভাবে সেই গিফট ফিরিয়ে নেওয়ার অধিকার রাখেন না। যারা গিফট দেওয়ার পর তা আবার ফিরিয়ে নেয়, হাদিস শরিফে রাসূল (সা.) তাদের ব্যাপারে কঠিন ভাষা ব্যবহার করেছেন। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
الْعَائِدُ فِي هِبَتِهِ كَالْعَائِدِ فِي قَيْئِهِ
‘দান করার পর যে তা ফিরিয়ে নেয়, সে ঐ ব্যাক্তির মতই, যে বমি করে তা আবার খায়।’ [সহিহ বুখারি, হাদিস: ২৪৪৫]
আরেক হাদিসে বলা হয়েছে,
لَيْسَ لَنَا مَثَلُ السَّوْءِ، الَّذِي يَعُودُ فِي هِبَتِهِ كَالْكَلْبِ يَرْجِعُ فِي قَيْئِهِ
‘নিকৃষ্ট উপমা দেওয়া আমাদের জন্য শোভনীয় নয় (তবু বলতে হয়), যে দান করে তা ফিরিয়ে নেয়, সে ঐ কুকুরের মত, যে বমি করে তা আবার খায়।’ [সহিহ বুখারি, হাদিস: ২৪৪৬]
কাজেই আপনার ভাই সেই গিফট ফেরত চাওয়ার অধিকার রাখেন না। আপনার জন্যও তা ফিরিয়ে দেওয়া আবশ্যক নয়।
আলমাবসূত, সারাখসী ১২/৫৫; ফাতাওয়া হিন্দিয়া ৪/৩৮৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم