প্রশ্ন
আমার কাছে স্বর্ণের বেশ কিছু অলংকার রয়েছে। এগুলোর সবগুলোই আমি ব্যবহার করি। আমার জানার বিষয় হলো, এগুলোরও কি যাকাত আদায় করতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
স্বর্ণ-রূপা যে ধরনেরই হোক না কেন তার যাকাত আদায় করতে হবে। এটিই বিশুদ্ধ মত।
হাদিস শরিফে এসেছে-
عن عبد الله بن شداد بن الهاد أنه قال دخلنا على عائشة زوج النبي صلى الله عليه و سلم فقالت: دخل علي رسول الله صلى الله عليه و سلم فرأى في يدي فتخات ( خواتيم كبار ) من ورق فقال: ما هذا يا عائشة ؟ فقلت صنعتهن أتزين لك يارسول الله قال: أتؤدين زكاتهن ؟ قلت لا أو ماشاء الله قال: هو حسبك من النار
হযরত আব্দুল্লাহ বিন শাদ্দাদ ইবনুল হাদ থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূল (সা.) এর স্ত্রী হযরত আয়েশা (রা.) এর খেদমতে উপস্থিত হই। তখন তিনি বলেন, একদা রাসূল (সা.) আমার নিকট উপস্থিত হয়ে আমার হাতে রূপার বড় বড় আংটি দেখতে পান। তিনি বলেন, হে আয়শা! এটা কি? আমি বললাম, হে আল্লাহর রাসূল! আপনার উদ্দেশ্যে রূপচর্চা করার জন্য তা বানিয়েছি। তিনি জিজ্ঞাসা করেন: তুমি কি এর যাকাত পরিশোদ করে থাক? আমি বললাম, না অথবা আল্লাহ পাকের যা ইচ্ছে ছিল। রাসূল (সা.) বললেন: তোমাকে দোযখে নিয়ে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। [সুনানে আবু দাউদ, হাদিস: ১৫৬৫]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم