প্রশ্ন
আমি আমার এলাকা থেকে নির্বাচনে দাঁড়িয়েছি। আমার পরিচিতির জন্য পোস্টারে কি আমার ছবি দিতে পারবো?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রাণীর ছবিআঁকা ও তোলা উভয়টি হারাম। বিশেষ করে প্রিন্টিং ছবির ক্ষেত্রে বিষয়টি আরও কঠোর। হাদিসে এর কঠিন শাস্তির কথা উল্লেখ করা হয়েছে।
হাদিস শরিফে এসেছে,
‘মুসলিম (রহ.) হতে বর্ণিত, তিনি বলেন, আমরা (একবার) মাসরূকের সাথে ইয়াসার ইবনু নুমাইরের ঘরে ছিলাম। মাসরূক ইয়াসারের ঘরের আঙিনায় কতগুলো মূর্তি দেখতে পেয়ে বললেন: আমি ‘আবদুল্লাহ ইবনু মাসউদ (রা.) থেকে শুনেছি এবং তিনি রাসূল (সা.)-কে বলতে শুনেছেন যে, (কিয়ামতের দিন) মানুষের মধ্যে সব থেকে শক্ত শাস্তি হবে তাদের, যারা ছবি তৈরি করে।’ [সহিহ বুখারি, হাদিস: ৫৯৫০]
অন্য হাদিসে এসেছে,
‘আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, আমি রাসূল (সা.)-কে বলতে শুনেছি যে, যে কেউ দুনিয়াতে কোনো প্রতিকৃতি তৈরি করবে তাকে কেয়ামতের দিন বাধ্য করা হবে যেন সে তাতে প্রাণ সঞ্চার করে, অথচ সে তা করতে সক্ষম হবেনা।’[সহিহ বুখারি হাদিস: ৫৯৬৩; সহিহ মুসলিম হাদিস: ২১১০]
হ্যাঁ, তবে কখনো যদি ছবি তুলতে বাধ্য হয়, বিশেষ প্রয়োজন দেখা দেয় তাহলে প্রয়োজন পূরণ পরিমাণ ছবি তোলার অবকাশ রয়েছে।
নির্বাচনের পোস্টারে ছবি দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। কারণ জনগণের কাছে তার পরিচয় তুলে ধরার জন্য সে জনসংযোগ করতে পারে, বিভিন্ন সভা-সমাবেশ করতে পারে। তাই পোস্টারে ছবি দেওয়া যাবে না।
উমদাতুল ক্বারী ১৫/১২৪; তাকমিলাতু ফাতহিল মুলহিম ৪/১৬৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم