প্রশ্ন
আমার বাবা বেশ কয়েক বছর পূর্বে ইন্তেকাল করেছেন। আমি যদি তার ঈসালে সওয়াবের উদ্দেশ্যে পথ-ঘাটের ফকিরদের দান-সদকা করি তাহলে কি এ দ্বারা ঈসালে সওয়াব হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইখলাসের সাথে যে কোনো ফকিরকে দান করাই সওয়াবের কাজ। সওয়াবের কম-বৃদ্ধি ইখলাসের উপর নির্ভর করে।
হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَلَى الْمِنْبَرِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ
‘নিশ্চয় আমল নিয়তের উপর নির্ভরশীল।’ ]সহিহ বুখারি, হাদিস:১]
তবে সুস্থ-সবল এবং পেশাদার ভিক্ষুকদেরকে দান করার চেয়ে দ্বীনদার ফকিরদের বা দরিদ্রদেরকে দানের ব্যাপারে বেশি প্রাধান্য দেওয়া উচিৎ।
আলফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু ৩/৩৯২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم