প্রশ্ন
যুদ্ধের ময়দানে যদি কাফের নারী ও শিশুদের পাওয়া যায় তাহলে তাদেরকে হত্যা করা যাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নারী ও শিশু কাফের হলেও শরিয়তে তাদেরকে হত্যা করা নিষেধ। রাসূল (সা.) যখন কোনো সেনাদল প্রেরণ করতেন তখন তাদেরকে এই ওসিয়তও করতেন যে, নারী ও শিশুদের হত্যা করা যাবে না।
হাদিস শরিফে এসেছে,
عن ابن عمر رضي الله عنهما، قال: وجدت امرأة مقتولة في بعض مغازي رسول الله صلى الله عليه وسلم، فنهى رسول الله صلى الله عليه وسلم عن قتل النساء والصبيان
‘ইবনে উমর (রাز) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা.)-এর কোন এক যুদ্ধে জনৈকা মহিলাকে নিহত অবস্থায় পাওয়া যায়। তখন রাসূল (সা.) মহিলা ও শিশুদের হত্যা করতে নিষেধ করেন।’ [সহিহ বুখারি, হাদিস: ৩০১৫]
তবে যদি যুদ্ধের মধ্যে সশস্ত্র নারী বা শিশু পাওয়া যায় কিংবা কাফেররা নারী ও শিশুদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে অথবা নারীরা পুরুষ যোদ্ধাদের সাথে মিশে থাকে তাহলে তাদেরকেও হত্যা করা যাবে।
সা’ব ইবনু জাসসামাহ (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করা হলো মুশরিকদের শিশু সন্তান সম্পর্কে, যখন রাতের অন্ধকারে আকস্মিক হামলা করা হয় তখন তাদের নারী ও শিশুরাও আক্রান্ত হয়। তখন রাসূলুল্লাহ (সা.) বললেন: ‘তারাও তাদের (মুশরিক যোদ্ধাদের) অন্তর্ভুক্ত’। [সহিহ মুসলিম, হাদিস: ৪৪৪১]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم