প্রশ্ন
এক. আমরা তিন বন্ধু জমির ব্যবসা করি। এক্ষেত্রে আমরা জমির দালালকে কিছু টাকা দিয়ে থাকি। এ পদ্ধতি সঠিক কিনা?
দুই. আমাদের নিকট এক ব্যক্তি এসে বললো, আমার ১০ শতাংশ জমি আছে আপনারা তা বিক্রি করে দেন। তখন আমরা বললাম বিক্রি করে দিতে পারি, তবে আমাদেরকে প্রতি শতাংশে ১০০০ টাকা দিতে হবে। অথবা বললাম, আমরা আপনার নিকট ক্রেতা এনে দিব, প্রতি শতাংশে ৩০০০ টাকা আমাদেরকে দিতে হবে। জমির মালিক রাজি হয়ে যায়। আমাদের এ চুক্তি সঠিক কিনা?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্নে বর্ণিত উভয় অবস্থায় কোনো ধরনের মিথ্যা বা প্রতারণার আশ্রয় নেয়া না হলে শরীয়তের দৃষ্টিতে এরূপ ব্যবসা তথা জমির দালালি জায়েয আছে।
সমাজের কেউ কেউ এটাকে খারাপ দৃষ্টিতে দেখলেও শরিয়তের দৃষ্টিতে এতে কোনো সমস্যা নেই। কারণ যে দালালি করে সে মূলত তার শ্রমই বিক্রি করে।
ফিকহের পরিভাষায় তাকে আজীরে মুশতারাক বলে। আর আজীরে মুশতারাকের জন্য পারিশ্রমিক নিতে কোনো সমস্যা নেই।
তবে শর্ত হলো, দালালির জন্য তাকে কী পরিমাণ পারিশ্রমিক দেওয়া হবে তা আগেই নির্ধারণ করে নিতে হবে। অন্যথায় তা জায়েয হবে না।
রদ্দুল মুহতার ৬/৬৩; ফাতাওয়া আলমগীরী ৪/৪৫০; ফাতহুল বারি: ৪/৪৫২; আলমুদাওয়ানা: ৩/৪৬৬; আলমুগনি: ৮/৪২; ফাতাওয়াল লাজনাতিত দায়িমা: ১৩/১২৫; ফাতাওয়া শায়খ ইবনে বাজ: ১৯/৩৫৮।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم