প্রশ্ন
হাদিসের পরিচয় কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হাদিস শব্দটি আরবি শব্দ। এর অর্থ হলো, কথা। আরেকটি অর্থ হলো নতুন।
পরিভাষায় হাদিস বলা হয় রাসূল (সা.) কথা বা বাণীকে।
আল্লামা সাখাবী (রহ.) বলেন,
وعرفه السخاوي: بأنه ما أضيف إلى النبي صلى الله عليه وسلم قولاً أو فعلاً أو تقريراً أو صفة حتى الحركات والسكنات في اليقظة والمنام
‘রাসূল (সা.) এর দিকে যা সম্বন্ধ করা হয়। চাই তা তার বক্তব্য হোক কিংবা কর্ম, অথবা তার সত্যায়ন। অথবা তার কোনো গুণ। এমনকি তার স্থিতি এবং অস্থিতিও; নিদ্রায় কিংবা জাগরণে।
ফাতহুল মুগীছ ১/১২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم