প্রশ্ন
আমি শুনেছি, হানাফী মাযহাবে অনেক বড় বড় ফকীহ ছিলেন। ইমাম আবু হানীফার সাথে আরও অনেক আলেম ফিকহ সংকলনের ক্ষেত্রে সংযুক্ত ছিলেন। তাহলে এটাকে হানাফী মাযহাব বলা হয় কেন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জ্বী, আপনি ঠিকই শুনেছেন। ইমাম আবু হানীফা রহ. যখন ফিকহ সংকলন করেন তখন তার সাথে বড় বড় আরও অনেক উলামায়ে কেরাম যুক্ত ছিলেন। যেমন আবু ইউসুফ, মুহাম্মাদ, যুফার, হাসান ইবনে যিয়াদ প্রমুখ। কোনো মাসআলা যখন তাদের মজলিসে উপস্থাপিত হত তখন তা নিয়ে আলোচনা ও পর্যালোচনা চলতে থাকত। সকলে নিজ নিজ মত উপস্থাপন করতে থাকত। অতপর কোনো একটি মতের উপর সিদ্ধান্ত হত।
ইবনে কারামাহ (রহ.) বলেন, ‘আমরা একদিন ওয়াকী ইবনুল জাররাহ (রহ.) এর মজলিসে উপস্থিত ছিলাম। জনৈক ব্যক্তি কোনো একটি প্রসঙ্গে বললেন, ‘আবু হানীফা এখানে ভুল করেছেন।’ ওয়াকী বললেন, আবু হানীফা কীভাবে ভুল করতে পারেন, তাঁর সঙ্গে রয়েছেন আবু ইউসুফ, যুফার ইবনুল হুযাইল ও মুহাম্মাদ ইবনুল হাসানের মতো ফকীহ ও মুজতাহিদ, হিব্বান ও মানদালের মতো হাফিযুল হাদীস, কাসিম ইবনে মা’ন-এর মতো আরবি ভাষাবিদ এবং দাউদ ইবনে নুছাইর ত্বা-ই ও ফুযাইল ইবনে ইয়াযের মতো আবিদ ও যাহিদ? এই পর্যায়ের সঙ্গী যাঁর রয়েছে তিনি ভুল করবেন কীভাবে? তার যদি ভুল হয়েই থাকে তাহলে এরাই তো তাকে ফিরিয়ে আনবেন।’
তবে ইমাম আবু হানীফা (রহ.) যেহেতু উক্ত মজলিসের প্রধান ছিলেন তাই তার দিকে সম্বন্ধ করে হানাফী মাযহাব বলা হয়।
জামিউল মাসানীদ, আবুল মুআইয়াদ খুওয়ারাযমী ১/২৭-২৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم